স্বল্পদৈর্ঘ্যটির শুরুতে বঙ্গবন্ধু কে নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করতে যাচ্ছে এ প্রজন্মের কয়েকজন তরুণ। তারা সবাই পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুত্বের সম্পর্কে তারা অটুট।কিন্তু হঠাৎ করে গল্পের কেন্দ্রীয় চরিত্র বন্ধু সাকিব উপযুক্ত ইতিহাস না জানার কারণে তথা জ্ঞান সংকীর্ণতার কারণে বাপ্পী নামের বন্ধু কে ভুল বুঝতে শুরু করে।পরবর্তীতে আরেক বন্ধু দীপা ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে সফল হয়। এজন্য দীপা তার বন্ধু সাকিব কে নিয়ে দীপার দাদু বীর মুক্তিযোদ্ধা কানাই রক্ষিত এর বাসায় সাক্ষাৎ করে;যিনি বঙ্গবন্ধু কে দেখেছিলেন ও তাঁর সম্পর্কে অনেক কিছু জানতেন এবং পরবর্তীতে সেখানে গিয়ে সাকিব আরও অনেক ইতিহাস জানার তথ্য পায়।কানাই দাদুর সাক্ষাৎকার অনুযায়ী হরিনাথের দোকানে আরও দুজন মুক্তিযোদ্ধার সাথে দেখা করতে গেলে বন্ধু বাপ্পীর সাথে কাকতালীয় ভাবে দেখা হয়ে যায়।সেই মুহূর্তে সেখানে বাপ্পীও তার বাকি বন্ধুদের নিয়ে পৃথকভাবে বঙ্গবন্ধু কে নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করতে গিয়েছিল। অবশেষে তাদের মধ্যাকার মান - অভিমান ভুলে একত্রে বঙ্গবন্ধুর প্রামাণ্যচিত্রটি তৈরির জন্য কাজে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়েই স্বল্পদৈর্ঘটির সমাপ্তি ঘটে।